শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যবহার করা হয়েছে রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়ার ৬ নম্বর রোডের একটি বাড়ির ঠিকানা। অথচ ওই ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে একটি মুদি দোকান। ১৫ জুন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্সের অর্থায়নে ‘ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প’ নাম দিয়ে ৬৪৭২টি পদে নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকল্পটি সরকার কর্তৃক অনুমোদিত বলেও জানানো হয়। একই তারিখে একই ঠিকানা ব্যবহার করে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নামে নিজস্ব ওয়েবসাইটে (www.bpktp.org) ১৯৪৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট ১৯ লাখ টাকা রাজধানীর বেগম রোকেয়া সরণির সোনালী ব্যাংকের শাখায় জমার পর তা উত্তোলন করে আত্মগোপন করে চক্রটি। গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের তিনজনকে গ্রেফতার করে ডিবি। তারা হলেন- আজিজুল হাসান, বিউটি আক্তার ও কবির উদ্দিন পিয়াস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর