সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা
প্রধানমন্ত্রীকে কটূক্তি

বগুড়ায় মহিলা দল নেত্রীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় জামিন নিতে এসে কারাগারে গেছেন জেলা মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি। গতকাল দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে অশালীন বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। পরে তার শাস্তির দাবিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বগুড়া শহরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে। এ ঘটনায় মামলা দায়ের হয়। পরে সুরাইয়া জেরিন রনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুয়ায়ী এরপর তিনি গতকাল দুপুরে বগুড়া জেলা জজ আদালতে জামিন নিতে আসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আবদুল মতিন জানান, মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর