শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

মেজর জেনারেল হলেন জিয়াউল আহসান এবার এনটিএমসির মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

মেজর জেনারেল হলেন জিয়াউল আহসান এবার এনটিএমসির মহাপরিচালক

মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেলেন এনটিএমসির পরিচালক জিয়াউল আহসান। একই সঙ্গে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে তাঁকে। গতকাল সশস্ত্র বাহিনী থেকে এমন আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।’ ভবিষ্যতেও অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন তিনি। দীর্ঘদিন র‌্যাবে দায়িত্ব পালন করেন জিয়াউল আহসান। ২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২-এর উপ-অধিনায়ক হিসেবে যোগ দেন তিনি। একই বছর ২৭ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন। সর্বশেষ র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) ছিলেন তিনি। র‌্যাবে দায়িত্ব পালনকালে জিয়াউল আহসান দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বে জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করেন। এ সময় জেএমবি, হুজি, আনসারুল্লাহসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা, সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা, মাদকসম্রাট আমিন হুদাসহ অনেক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নের একজন চৌকশ প্যারাকমান্ডো হিসেবে সুখ্যাতি রয়েছে জিয়াউল আহসানের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর