শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলনকারীদের স্বীকৃতিদানের দাবি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

১৯৭১-এ যুক্তরাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা আন্দোলন করেছিলেন, তাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম। এ দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মনসুর এবং সেক্রেটারি আবদুুল কাদের মিয়া। বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যে অবস্থান করে যে ১২ জন প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন করেছিলেন, তাঁরা সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা আন্দোলন করেন, তারা আজ পর্যন্ত স্বীকৃতি পাননি। এই স্বীকৃতির দাবিতে এরই মধ্যে অনেকবার আবেদন-নিবেদন করা হয়েছে, স্মারকলিপিও দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর