চট্টগ্রামের বহুল আলোচিত সীতাকুন্ডের সেই জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে বায়েজিদ লিংক রোড এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা ও চেকপোস্ট। গড়ে তোলা হচ্ছে নিরাপত্তাবলয়। সরকারের মেগা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসী তৎপরতা ও বিশৃঙ্খলা ঠেকাতে চলমান কাজ করার সময় একজন নির্বাহী ম্যাজিট্রেটের পাশাপাশি পুলিশসহ ৬০ জনের মতো প্রশাসনের লোকজন উপস্থিত থাকবেন। নির্মাণ সামগ্রীসহ সব ধরনের অবৈধ মালামালের প্রবেশ ঠেকাতে এবং গ্যাস পাইপ লাইন ঝুঁঁকিমুক্ত রাখতে সলিমপুরের চার পয়েন্টের রাস্তাও বন্ধ থাকবে। সে অনুযায়ী গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্পপথগুলো বন্ধ রাখা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান লেন, জঙ্গল সলিমপুরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এটা সরকারের মেগা প্রকল্পের বড় একটা জায়গা। এটার পাশ দিয়ে রিংক রোডসহ সরকারের গুরুত্বপূর্ণ নানা প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চচাপবিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্পপথগুলো বন্ধ করা হয়েছে। এরপর বিকাল ৪টার দিকে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জঙ্গল সলিমপুরে চলমান কাজের সময় সবসময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সিএমপি, জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ প্রতিদিন ৬০ জনের ওপরে প্রশাসনের লোকজন উপস্থিত থাকবে। তবে সব কিছু মিলে এই এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে রাখতে এসব কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, জঙ্গল সলিমপুরের অবৈধ বসতিতে কেটে দেওয়া পানি-বিদ্যুতের সংযোগ আবারও ফিরে পেতে গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে স্থানীয় বাসিন্দারা অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি-বিশৃঙ্খলার চরমে উঠে। এ সময় পুলিশের সঙ্গেও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক ছয়টি মামলায় নারী-পুরুষসহ প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সীতাকু থানায় বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, ছয়টি পৃথক মামলায় মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া ১৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে। স্থানীয় ও প্রশাসন জানা গেছে, কারাগার স্থানান্তরসহ সরকারি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা গত মঙ্গলবার থেকে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। অভিযানে পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে প্রথম দিনেই উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসন যাদের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেছে তারা উচ্ছেদে বাধা দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।
শিরোনাম
- নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
- রাজশাহী নার্সিং কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
- মাদারীপুরে হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
- ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না রোহিত-কোহলিকে, গাভাস্কারের ভবিষ্যদ্বাণী
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৪৭ জন
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
বিশৃঙ্খলার ঘটনায় ছয় মামলা নারী-পুরুষসহ আসামি ২০০
জঙ্গল সলিমপুর ঘিরে নিরাপত্তাবলয়
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর অবস্থান । বসছে সিসি ক্যামেরা, চেকপোস্ট
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর