বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে দৈনিক ৮৫ জন ডায়রিয়ায় আক্রান্ত

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে দৈনিক ৮৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হওয়া রোগীরা চিকিৎসায় সুস্থ হচ্ছেন। তাছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। ফলে নিয়ন্ত্রণে আছে পানিবাহিত এই রোগ। চট্টগ্রামে গত ১৫ আগস্ট থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এ নিয়ে শঙ্কাও তৈরি হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে চট্টগ্রামে ডায়রিয়ায় মোট ২ হাজার ৫৫০ জন আক্রান্ত হন। এ হিসাবে প্রতিদিন গড়ে ৮৫ জন আক্রান্ত হন। তবে আগস্ট মাসে সুস্থও হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। সবাই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ১১২ জন ডায়রিয়ায় আক্রান্ত হন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে প্রতিদিনই নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে আশার কথা হলো- রোগ নিয়ন্ত্রণে আছে। অধিকাংশ ডায়রিয়া রোগী কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন। ডায়রিয়ার চিকিৎসায় ১৫টি উপজেলায় ২৮৪টি মেডিকেল টিম কাজ করছে। পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনও মজুদ আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর