বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
ধর্ষণ মামলায় জেরা

আদালতের অনুমতি ছাড়া ভিকটিমকে নিয়ে প্রশ্ন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

আদালতের অনুমতি ছাড়া ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলায় জেরার সময় ভিকটিমকে তার চরিত্র ও অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে নাÑএমন বিধান যুক্ত করে ঔপনিবেশিক আমলের সাক্ষ্য আইন সংশোধন করার প্রস্তাব জাতীয় সংসদে ওঠেছে। সেই সঙ্গে বিচার কাজে বিভিন্ন ডিজিটাল তথ্যকেও সাক্ষ্য হিসেবে উপস্থাপনের সুযোগ আইনে যোগ করার প্রস্তাব করা হয়েছে। এসব বিধান যুক্ত করে গতকাল ‘এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২২’ জাতীয় সংসদে উপস্থ্ন্ডাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এই সংশোধনীতে পাস হলে বিদ্যমান সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ধারা বাতিল হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর