বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

লেনদেন আবারও ২ হাজার কোটি ছাড়াল ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থদিনেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের সব সূচক  বেড়েছে। সূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে টাকার পরিমাণে  লেনদেন হয়েছে ২ হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৩৬ কোটি ৩৯ লাখ টাকা  বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫৭.২১ পয়েন্টে। ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর