বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইসির অধীনে বহাল রাখার দাবিতে নতুন সিইসির কাছে স্মারকলিপি

এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীনে নিতে আইন সংশোধনের প্রক্রিয়ার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে স্মারকলিপি পেশ করেছেন নির্বাচন কর্মকর্তারা। বিদ্যমান পরিস্থিতিতে এনআইডি সেবা কার্যক্রম অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর না করে ইসিতে রাখতেই দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সিইসি এ নিয়ে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবেন বলে আশ্বস্ত করেন কর্মকর্তাদের। গতকাল দুপুরে নির্বাচন ভবনে সিইসির কক্ষে সাক্ষাৎ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। স্মারকলিপি পেয়ে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান, এনআইডি নিয়ে ইসির কর্মকর্তা-কর্মচারীরা এসেছিলেন। সম্প্রতি শোনা যাচ্ছে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের প্রশাসনে ন্যস্ত করা হবে। এ লক্ষ্যে আইনকানুন হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর