বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাবির এক শিক্ষক বরখাস্ত, পদাবনতি আরেকজনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আশরাফ-উজ-জামান সরকারের বিরুদ্ধে ঢাকাস্থ একটি দূতাবাসে বিনা অনুমতিতে পূর্ণকালীন চাকরি করার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবিরের বিরুদ্ধে পিএইচডি গবেষণা অভিসন্দর্ভ (থিসিস)-এ প্লেজিয়ারিজমের অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি করা হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, ডিনস্ কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের আওতায় ‘স্টুডেন্ট প্রোমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ গঠন ও নীতিমালা সভায় অনুমোদন দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর