শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় অনাবৃষ্টিতে আমন চাষিরা বিপাকে

অর্ধেকের বেশি জমি চাষের আওতায় আনা যায়নি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বর্ষা মৌসুমে এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পানির অভাবে বিপাকে পড়েছেন আমন চাষিরা। লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি জমি এখনো চাষের আওতায় আনা যায়নি। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানিয়েছে, খুলনা অঞ্চলে এবার প্রায় ৯৩ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু পানির অভাবে ৪০-৫০ হাজার হেক্টর জমিতে ধান রোপণ এখনো সম্ভব হয়নি। খুলনার দাকোপের বানিশান্তা বিলের চাষি আনোয়ার হাওলাদার জানান, বিলের ৪০০ একর জমিতে বৃষ্টির অভাবে সময়মতো ধান রোপণ করা যায়নি। পরে নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পর খেতে জোয়ারে পানি উঠলে সেই পানিতে ধান রোপণ করা হয়। একই বিলের চাষি জন্টু বৌদ্ধ জানান, প্রতিবার শ্রাবণের শুরু থেকে ১৫ ভাদ্রের মধ্যে ধান রোপণ করা হয়। কিন্তু এবার তা পিছিয়ে গেছে। ধানের চারা এক মাসের বেশি সময় ধরে বীজতলায় ছিল। ফলে ফলন কম হবে। চারা বেড়ে উঠতে সময় লাগবে। প্রতি বছর বিঘাপ্রতি ২২-২৫ মণ ধান পাওয়া গেলেও এবার তা হবে না। জানা যায়, ২০ বছরের মধ্যে খুলনায় এবার সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ২০২১ সালের জুনে ৩৮৮ মিলিমিটার, জুলাই মাসে ৫০৬ মিলিমিটার ও আগস্ট মাসে ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সে হিসাবে এবার অর্ধেকের কম বৃষ্টিপাত হয়েছে।

 কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক হাফিজুর রহমান বলেন, খুলনার ফুলতলা, রূপসা, তেরখাদা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, দাকোপে নদী থেকে পানি উত্তোলন করে আমন আবাদ করা হচ্ছে। পাইকগাছা ও কয়রায় নদীর পানি নোনা থাকায় সেখানে আমন চাষে পানি ব্যবহার করা যাচ্ছে না। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কাক্সিক্ষত বৃষ্টি না হওয়ায় এবার লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ জমিতে আমন আবাদ হয়েছে। বাকি জমিতে ধান রোপণে বিকল্প পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর