সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পুলিশ আধুনিক জননিরাপত্তা বাহিনীতে রূপান্তরিত হয়েছে : আইজিপি

বান্দরবান প্রতিনিধি

পুলিশ আধুনিক জননিরাপত্তা বাহিনীতে রূপান্তরিত হয়েছে : আইজিপি

বান্দরবানের থানচিতে হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট উদ্বোধন করার সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমান সরকারের আমলে নানা সংযোজনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী একটি আধুনিক জননিরাপত্তা বাহিনীতে রূপান্তরিত হয়েছে। তিনি গতকাল এ রিসোর্ট উদ্বোধন করেন। এটি বাংলাদেশ পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশ এখন আর অন্যের ওপর নির্ভরশীল নয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই বাহিনীর সার্বিক সক্ষমতা গড়ে উঠেছে। তিনি বলেন, জনশৃঙ্খলা বিধানের দায়িত্ব পালনের পাশাপাশি আমরা জনগণের মানবিক ও সাংস্কৃৃতিক বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। থানচির প্রাকৃতিক নিস্বর্গমি ত স্থানে নতুন পর্যটন কেন্দ্র স্থাপনের ফলে পর্যটন বিকাশেও বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন সংযোজন ঘটাল।

এ সময় চট্টগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি কবির আহমেদ এবং বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৫ একর পাহাড়ি জমির ওপর হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এতে বিভিন্ন মানের ভিআইপি কটেজ, হানিমুন কটেজ, এক্সিকিউটিভ কটেজ ও ডরমেটরি, আধুনিক ক্যাফেটেরিয়া, এমপি থিয়েটার এবং পাহাড়ি সংস্কৃতির জাদুঘর রয়েছে। এ ছাড়া থানচি উপজেলা সদর থেকে শঙ্খ নদীপথে রেমাক্রি ঝরনা ও আফিয়ামুখ পর্যন্ত নৌভ্রমণেরও ব্যবস্থা রয়েছে এ রিসোর্টে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর