সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্কুলের মাঠ রক্ষায় মানারাতের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের মাঠ দখল ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মানারাত স্কুল বাঁচাও, আগামী প্রজন্ম বাঁচাও’ ব্যানারে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল গুলশানের মানারাত স্কুল ও কলেজের সামনে সচেতন নগরবাসী ও অভিভাবকবৃন্দের ব্যানারে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে মানারাত স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের খেলার মাঠ দখলের প্রতিবাদ জানিয়ে নানারকম প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা তাদের খেলার মাঠ ছেড়ে না দেওয়ার কথা বলেন।

মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘স্কুল হচ্ছে মানুষ গড়ার কারখানা, ভালো মানুষ গড়তে ভালো স্কুলের বিকল্প নেই’ ‘মানারাত স্কুলের মাঠ থাকবে, দখলকারীরা পিছু হটবে’ ‘একটি শিশু একটি চারাগাছ, তাকে মহীরুহ করে তুলতে চাই একটি ভালো স্কুল’ ‘শিশুর মেধা ও মনোবিকাশে সহযোগিতা করুন’- এরকম লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।

এক নারী অভিভাবক বলেন, জানতে পারলাম এই মাঠ দখল হয়ে যাবে। স্কুলকে নষ্ট হয়ে যেতে দিতে চাই না। আমাদের বাচ্চাদের এই মাঠের জন্য এখানে ভর্তি করিয়েছিলাম, যাতে ওরা একটা ভালো পরিবেশ পায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর