শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বছরে ১ লাখ ৮০ হাজার মানুষ ছানি রোগে আক্রান্ত হয়

ডিআরইউতে চক্ষুশিবির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ৮০ হাজার মানুষ চোখের ছানি রোগে আক্রান্ত হয়। এ অবস্থায় নিয়মিত চোখের যত্ন নেওয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসএমএমইউর উপাচার্য বলেন, নিয়মিত চোখের পরীক্ষা করানো উচিত। এতে ব্যক্তিজীবনে যেমন ভালো ফল বয়ে আনে, জাতীয় জীবনেও এর ইতিবাচক প্রভাব রয়েছে। চোখের অবহেলা না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, চোখকে ভালোবাসুন। ডিআরইউর এ আয়োজনে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব ঢাকা ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এ ছাড়া লায়ন্স জেলা কনভেনশন চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর