শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে মঞ্চস্থ

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো থিয়েটার ৫২ প্রযোজিত নাটক ‘নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

গঙ্গা-যমুনা উৎসব শুরু আজ : আজ রাজধানীতে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।  শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও নাটক সরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনসহ একযোগে রাজধানীর পাঁচ মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের কার্যক্রম।

 নাচ, গান, আবৃত্তি ও নাটক থাকছে দশমবারের মতো এই আয়োজনে। ১২৩টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৪ হাজার শিল্পী অংশ নিচ্ছেন এবারের উৎসবে।

সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। 

সর্বশেষ খবর