শিরোনাম
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পানিতে ডুবে শিশুমৃত্যু বাড়ছে সুরক্ষা বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পানিতে ডুবে ৯২ জনের মৃত্যু হয়েছে। বাস্তব চিত্র এর চেয়েও কয়েক গুণ বেশি বলে অভিমত বিশেষজ্ঞদের। পানিতে ডুবে শিশুর মৃত্যু কমাতে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সুরক্ষা ও ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল খুলনার একটি অভিজাত হোটেলে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধবিষয়ক বিভাগীয় কর্মশালায় এ আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবদুর রশিদ বলেন, যত্রতত্র উন্মুক্ত জলাশয় থাকার কারণে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে। আর শহরে সাঁতার শেখার মতো সুযোগ নেই। এ ছাড়া বেশির ভাগ জলাশয়ে পানি দূষণের কারণে শিশুরা সাঁতার শিখতে পারে না।

 সাঁতার শেখানোর গুরুত্বটা অবহেলায় বাদ পড়ে যায়। ফলে পানিতে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছে। এ কারণে পরিবারকেন্দ্রিক শিশুর সুরক্ষা ও ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আশ্রয় ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। বক্তব্য রাখেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ বেগম, প্রাথমিক শিক্ষা অধিদফতরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন, গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দূস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর