শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কংগ্রেসে তোলা প্রস্তাব সংশোধন দাবি

‘একাত্তরে গণহত্যা’র স্বীকৃতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাক হায়েনা এবং তাদের দোসরেরা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি প্রদানের জন্য কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবে (এইচআর ১৪৩০, ১৪ অক্টোবর-২২) বাঙালি থেকে হিন্দুদের আলাদা করার প্রচেষ্টা রয়েছে। অর্থাৎ পাকিস্তানি হায়েনারা হিন্দুস্তানের হিন্দুদেরও টার্গেট করে হত্যাযজ্ঞ চালিয়েছে বলে মনে করার ক্ষেত্র তৈরি করা হয়েছে ওই রেজুলেশনে। এর ফলে রেজুলেশনটিকে প্রশ্নবিদ্ধ তথা মুক্তিযুদ্ধের পক্ষে থেকে বাঙালিদের মধ্যে বিভক্তির কৌশল অবলম্বন করা হয়ে থাকতে পারে- যা নিকট ভবিষ্যতে একাত্তরের গণহত্যার প্রসঙ্গটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দূরের কথা, তা পাক-ভারত যুদ্ধের ডামাডোলে মিলিয়ে যাওয়ার শঙ্কা প্রবল হয়ে উঠতে পারে। এহেন পরিস্থিতির আশঙ্কায় এবং রেজুলেশনের ভাষা সংশোধনের আহ্বানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের বেশ কটি সংগঠনের নেতারা ওই রেজুলেশনের কো-স্পন্সর কংগ্রেসম্যান রো খান্নার ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট অফিসের সঙ্গে এক টেলি-কনফারেন্সে মিলিত হন। সমন্বয় করেন ‘বাংলাদেশি আমেরিকান ফর পলিটিক্যাল প্রগ্রেস’ (বাপ)-এর নওরীন আকতার। সবাই উল্লেখ করেছেন যে, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাঙালিদের স্বাধিকারের এবং সেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই ছিলেন বাঙালি।  তাই সবাই অনুরোধ জানিয়েছেন রেজুলেশন ফ্লোরে যাওয়ার আগে যেন সংশোধন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর