শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কিউএস টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকার শেষ দিকে ঢাবি-বুয়েট

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে। আর বুয়েটের অবস্থান ৬০১ এর পরে। এ ছাড়া বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পায়নি। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস গত বুধবার তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস : সাসটেইনেবিলিটি ২০২৩’ শীর্ষক এ র‌্যাঙ্কিংয়ে সেরা ৬০১-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৩ তালিকার সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের শীর্ষে রয়েছে-  ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসিবি)। এরপর রয়েছে- ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়াসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর