বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বছরের প্রথম দিনেই নতুন বই দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বছরের প্রথম দিনেই নতুন বই দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, বিনামূল্যের পাঠ্যবই ছাপার জন্য কাগজ নিয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। এ ছাড়াও নানা সংকট রয়েছে। টেন্ডার প্রক্রিয়ার নানা কারণে বিলম্বিত হয়েছে। তবে সব সংকট মোকাবিলা করে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে হবে। আশা করছি, সামনে লোডশেডিং কমে যাবে। গত দুই বছরে করোনার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। এবারো সময়মতো নতুন বই দিতে পারব ইনশাআল্লাহ।

এনসিটিবির সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত ও এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর