সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গার্মেন্ট কারখানা করতে সহায়তা চায় আসাম

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় বিধানসভা স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

রাজ্যে গার্মেন্ট কারখানা করতে বাংলাদেশের সহায়তা চেয়েছেন আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি। তিনি বলেন, তৈরি পোশাক কারখানা ও দক্ষ জনবল তৈরিতে আসাম রাজ্য বাংলাদেশের সহযোগিতা আশা করছে। আগামীতে আসামের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে। ঢাকা সফররত ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি গতকাল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে এ সহায়তা চান। ঢাকার মিন্টো রোডস্থ সরকারি বাসভবনের অফিস কক্ষে বিধানসভার স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। বিধানসভার স্পিকার বলেন, বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, বড় বড় প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। বাংলাদেশের সঙ্গে আসামের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে উভয় দেশ উপকৃত হতে পারে। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, আগামীতে সেভাবে থাকবে। বাংলাদেশকে সব ক্ষেত্রে ভারত সরকার খুবই গুরুত্ব দিয়ে থাকে। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তৈরি পোশাকের অনেক কাঁচামাল ও যন্ত্রপাতি ভারত থেকে বাংলাদেশে আসে। আসাম বাংলাদেশের দক্ষ প্রশিক্ষক নিয়ে তৈরি পোশাক খাতের কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পারে। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, জামদানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য ভারতে জনপ্রিয়। বাংলাদেশ আশা করছে, ভারতের আসামসহ সেভেন সিস্টারখ্যাত সীমান্তবর্তী রাজ্যগুলোতে পণ্য রপ্তানি আরও বৃদ্ধি পাবে। এ জন্য উভয় দেশের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বে আসাম রাজ্য সরকারের বিধানসভার ৩৩ জন বিধায়কসহ ৬২ সদস্যের প্রতিনিধি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর