সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে : পীর চরমোনাই

পিরোজপুর প্রতিনিধি

ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইসলামী শিক্ষা-ধর্মীয় শিক্ষাকে কোথাও বাধ্যতামূলক রাখা হয়নি। গতকাল বিকালে শহরের টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে আইএবি পিরোজপুর জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর চরমোনাই বলেন, দুনিয়াতে শান্তি-আখিরাতের মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। এর বাইরে শান্তি তালাশ করলে কোথাও পাওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন একটি শান্তির প্রতীক। যে কোনো মূল্যে আমাদের ১৫ দফা দাবি দ্রুত সময়ে বাস্তবায়ন করতে হবে।

আইএবি জেলা শাখার সভাপতি মাওলানা মো. শেহাব উদ্দিন কাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ হাফেজ মুহাম্মাদ মাসুম বিল্লাহ, মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর