সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অপসংস্কৃতির বিরুদ্ধে এক মঞ্চে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ

সাংস্কৃতিক প্রতিবেদক

এক শ্রেণির অসাধু যাত্রাপালা প্রদর্শক ও বিকৃত রুচির দল মালিকদের অশ্লীল কর্মকান্ডের কারণে যাত্রাশিল্প আজ সভ্য সমাজে তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। যাত্রাপালার নামে কোনো অশ্লীলতা দেখলে তা রুখে দেবে যাত্রাশিল্পীরা। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব বলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট যাত্রাব্যক্তিত্ব মিলন কান্তি দে। তিনি বলেন, যাত্রানুষ্ঠানের অনুমতি প্রদানে দায়িত্ব ন্যস্ত করা হয় জেলা প্রশাসনের হাতে। কিন্তু অনুমতির নামে প্রশাসনের অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয় সুস্থধারার যাত্রাশিল্পীদের। যাত্রার নামে জুয়া, হাউজি, অশ্লীল নাচ, গান হয় এমন খোঁড়া যুক্তি দেখিয়ে প্রকৃত যাত্রাদল মালিকদের আবহমান বাংলার ঐতিহ্য যাত্রাপালা আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে না। তদন্ত সাপেক্ষে অশ্লীল দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভালো মানের দল ও প্রকৃত শিল্পীদেরকে অনুমতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন পরিষদের সভাপতি মিলন কান্তি দে। যাত্রার মৌসুম শুরু হলে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে, যেমন রুহিয়া, নেকমরদ, বীরগঞ্জের কালীর মেলা ও দিনাজপুরের কান্তজীউর মেলায় কিছু মালিক দল নিয়ে যায়। ২/১টি দৃশ্য অভিনয়ের পর মধ্যরাত থেকে চলে ধুমধারাক্কা অশ্লীল নাচের তুফান। এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে প্রকৃত শিল্পী ও প্রকৃত দলকে অনুমতি প্রদান করে যাত্রাশিল্পের উন্নয়ন ও বিকাশে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

তিনি আরও বলেন, যাত্রা একটি পেশাদারি শিল্প। এর ওপরেই নির্ভরশীল হাজার হাজার মানুষ। অতএব এই শিল্পকে বাঁচানোর জন্য সরকারের বিভিন্ন দফতর, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট মহলের এখনই এগিয়ে আসার সময়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর