বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় আরও ২০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দিঘলিয়ায় ভূমিহীন গৃহহীন আরও ২০০ পরিবার পাচ্ছে সরকারি ঘর। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দিঘলিয়ার  ভৈরব নদের তীরসংলগ্ন এলাকা ও সদর ইউনিয়নের কদমতলায় এসব ঘর নির্মাণ করা হচ্ছে। এর আগে মুজিববর্ষ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দিঘলিয়ায় ১০০টি পরিবারকে নতুন ঘর দেওয়া হয়। বর্তমানে তৃতীয় পর্যায়ে আরও ১০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া চতুর্থ পর্যায়ে ১০২টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে। প্রকল্পের ঘর পেলে হতদরিদ্র পরিবারের স্বপ্নপূরণ হবে। ভৈরব নদের তীরসংলগ্ন এলাকায় সরেজমিন দেখা যায়, এক পাশে লাল ও অন্য পাশে সবুজ রঙের টিনের সারিবদ্ধ ঘর। এখানে ভৈরব নগর আশ্রয়ণ প্রকল্পে ৯টি ঘরের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। এখন জানালা-দরজায় রঙের কাজ চলছে। সদর ইউনিয়নের কদমতলায় ৩৭টি ঘরের নির্মাণকাজ চলছে জোরেশোরে। সঠিকভাবে ঘরগুলো তৈরির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে কিছু ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প এলাকায় সিসি ক্যামেরা স্থাপন ও নির্মাণকাজ মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া নির্মাণসামগ্রী ক্রয় করার সময় একজন ট্যাগ অফিসার সেখানে উপস্থিত থাকেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর