বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

কাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে আগামীকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হচ্ছে দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। এটি উৎসবের ৩৩তম আসর। সকালে এর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রথম দিনের আসরে সম্মাননা জানানো হবে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বাচিকশিল্পী আশরাফুল আলম এবং মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী মো. রফিকুল আলমকে। একক ও দলীয় পরিবেশনায় এবারের উৎসবে সারা দেশের প্রায় ২০০ জন শিল্পী অংশ নেবেন। সুরতীর্থ, সংগীতভবন, বিশ্ববীণা, বুলবুল লতিকলা একাডেমি (বাফা), উত্তরায়ণ- এ পাঁচটি সংগীত দল উদ্বোধনী পর্বে অংশ নেবে। দুই দিনের অনুষ্ঠানে গানের পাশাপাশি আবৃত্তি পরিবেশন করা হবে। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া।

রাধারমণ লোকসংগীত উৎসব : রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে আগামীকাল বাংলা একাডেমির নজরুল মঞ্চে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাধারমণ লোকসংগীত উৎসব। এটি উৎসবের ১২তম আসর। সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনার হাওরবিধৌত অঞ্চলের শতাধিক লোকসংগীত শিল্পী অংশ নিচ্ছেন যুগপূর্তির এ উৎসবে।

বিকালে এর উদ্বোধন করবেন সুনামগঞ্জের প্রবীণ কীর্তনিয়া যশোদা রানী সূত্রধর। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, নাট্যজন রামেন্দু মজুমদার। গতকাল সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এসব তথ্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর