সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কৃষকদের হয়রানি নয় ঋণখেলাপিদের গ্রেফতার করুন : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেছেন, দেশের শত শত কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, বড় বড় ঋণখেলাপি জনগণের টাকা মেরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন, আর অল্প কিছু টাকার জন্য পাবনার ঈশ্বরদীতে কৃষকদের জেলে পাঠানো হয়।  কৃষকদের হয়রানি বন্ধ করে বড় বড় ঋণখেলাপিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এ দুই নেতা। কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ঈশ্বরদীতে ১২ জন কৃষককে যারা হয়রানি করেছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সিপিবি নেতৃবৃন্দ। তারা বলেন, আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে এবং খাদ্য চাহিদা পূরণে কৃষকরা সব প্রতিকূলতার মধ্যেও উৎপাদন অব্যাহত রেখেছেন।

সার, ডিজেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ও পানি সংকটের ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে চলেছে, অথচ লাভজনক দাম পাচ্ছেন না। কৃষকের এসব সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা যথাযথ না। অক্লান্ত পরিশ্রমে দেশের খাদ্যচাহিদা পূরণে অবদান রাখা কৃষকদের ২৫-৩০ হাজার টাকা ঋণ পরিশোধে ব্যর্থ হলে জেলে যেতে হচ্ছে। অন্যদিকে অর্থ পাচারকারী, ঋণখেলাপি লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নানা ধরনের ছাড় দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর