শিরোনাম
বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
ইসিকে আইন মন্ত্রণালয়ের চিঠি

আরপিও সংশোধন প্রস্তাব সর্বোচ্চ অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুচারুভাবে শেষ করেছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে আইন মন্ত্রণালয়। সেই সঙ্গে ইসির প্রস্তাবগুলো সংবিধান ও আরপিও-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না সার্বিক পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। সাড়ে তিন মাসে কোনো ধরনের সাড়া না পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের ‘বিশেষ অনুরোধ’-এর পরদিনই সরকারের পক্ষ থেকে এমন ত্বরিত পদক্ষেপ এলো। গতকাল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ‘আরপিও সংশোধন প্রস্তাবের অগ্রগতি অবহিতকরণ’ সংক্রান্ত চিঠির জবাব ইসি সচিবের কাছে পাঠানো হয়। এতে জানানো হয়, আরপিও সংশোধনী প্রস্তাবগুলো নীতি-নির্ধারণী বিষয়। দেশের সংবিধান এবং বিদ্যমান আরপিও-এর বিধানগুলোর সঙ্গে নতুন প্রস্তাবগুলো সামঞ্জস্যপূর্ণ কি না সে বিষয়সহ সার্বিক পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। চিঠিতে বলা হয়, ইতোপূর্বে নির্বাচন কমিশন হতে আরপিওসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য যে সব আইন, বিধি, প্রবিধি, প্রজ্ঞাপন ইত্যাদি নতুনভাবে প্রণয়ন বা সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে সে সব প্রস্তাব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুচারুরূপে সম্পন্ন করেছে।

সর্বশেষ খবর