বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রিটার্ন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সরকার নির্ধারিত সময় অনুযায়ী ৩০ নভেম্বর শেষ হবে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা। আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে এই অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। চিঠিতে বলা হয়েছে, কভিড-১৯ এর দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবাখাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। তাই একমাস সময় বাড়ানো প্রয়োজন বলে মনে করছে এফসিসিআই। সর্বোচ্চ সংখ্যক করদাতার আয়কর রিটার্ন দাখিলের স্বার্থে সময়সীমা বাড়ানোর অনুরোধ করে।

সর্বশেষ খবর