সিলেটে নিজ বসতঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃত যুবক রুহুল আমিন (২৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা গ্রামের খোকন আহমদের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় খাওয়াদাওয়া শেষে শয়নকক্ষে ঘুমাতে যান রুহুল আমিন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন রুমের মধ্যে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।