শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মোংলা বন্দরের সর্বোচ্চ সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের দুই প্রতিষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরের সর্বোচ্চ সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের দুই প্রতিষ্ঠান

মোংলা বন্দরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক বছরে বন্দর দিয়ে সর্বোচ্চ সাধারণ পণ্য আমদানিকারক ও সর্বোচ্চ পণ্যবাহী জাহাজ আনয়নকারী শিপিং এজেন্ট ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও বসুন্ধরা শিপিং লিমিটেড। গতকাল মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভাগীয় প্রধান (হিসাব) মো. রবিউল ইসলাম ও ব্যবস্থাপক (অপারেশন) মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানান, বসুন্ধরার দুটি প্রতিষ্ঠান ১৪ লাখ ৩৮ হাজার ৫১ মেট্রিক টন পণ্য এ বন্দরের মাধ্যমে এনে সর্বোচ্চ সাধরণ পণ্য আমদানিকারক ও সর্বোচ্চ সাধারণ পণ্যবাহী জাহাজ আনয়নকারী শিপিং এজেন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, একসময় লোকসানে থাকা মোংলা বন্দর নানা উদ্যোগের ফলে এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর মোহাম্মদ আবদুল ওয়াদুদ তরফদার, সদস্য মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক মো. শাহীনুর আলম, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর