শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সিইসির আশ্বাসে কর্মকর্তাদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

এনআইডি নিজেদের অধীনে রাখাসহ চার দফা দাবিতে ডাকা নির্বাচন কর্মকর্তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন কর্মকর্তারা। গতকাল বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ১৮তম জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।  ইসির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে সিইসি এনআইডি অনুবিভাগ নির্বাচন কমিশনের অধীনে রাখার ব্যাপারে টেকনিক্যাল ও প্রশাসনিক সদস্যদের নিয়ে যৌথ কমিটি গঠন করে তাদের সুপারিশের ভিত্তিতে দ্রুততম সময়ে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট মতামত প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া বাকি দাবিগুলোও বিবেচনার আশ্বাস দেন তিনি। এ মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর এবং বাকি প্রস্তাব দ্রুত সময়ে বাস্তবায়ন করার আশ্বাসের পর পূর্ব ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে অ্যাসোসিয়েশন।

এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ নির্বাচন কমিশনের অধীনে রাখা, নির্বাচন কমিশন সচিবালয়ে সব ধরনের প্রেষণে পদায়ন বন্ধ ও শূন্য পদ পূরণে নির্বাচন কমিশন কর্তৃক দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ, কমিশন প্রস্তাবিত ইভিএম প্রকল্প লজিস্টিকসহ (ওয়্যারহাউস ও যানবাহন) অনুমোদন ও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার দাবিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরের দিন থেকেই আন্দোলনে নামার ঘোষণা ছিল তাদের। এর অংশ হিসেবে ৫ ডিসেম্বর কালোব্যাজ ধারণ এবং ৮ ডিসেম্বর কলম বিরতি পালন করার কথা ছিল। এর মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা। ঘোষিত কর্মসূচি নির্বাচন কমিশন সচিবালয়, এনআইডি, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের সব কার্যালয়ে একযোগে পালন করার কথা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর