শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু

১১টি দেশের বিজ্ঞানী ও গবেষকদের অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। গতকাল বিসিএসআইআর-এর বিআরআইসিএম অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আগামীকাল পর্যন্ত অনুষ্ঠেয় সম্মেলনে বিসিএসআইআর-এর নির্ধারিত ১২টি ভেন্যুতে প্রতিদিন চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকগণ গবেষণার তথ্য-উপাত্ত তুলে ধরবেন। সম্মেলনে কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওমান ও ভারতের বিজ্ঞানীরা অংশ নিয়েছেন। গতকাল সম্মেলনে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা ও অসুবিধার বিভিন্ন চালচিত্র তুলে ধরেন ভারতের সিএসআইআর-এর মহাপরিচালক ড. নাল্লা থামবি কালাই সেলভি। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর