রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গণসমাবেশে জনসমুদ্র দেখে সরকার ভয় পেয়েছে : দুলু

নাটোর প্রতিনিধি

সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সারা দেশে বিএনপির বিভাগীয় গণ সমাবেশে জনসমুদ্র দেখে আওয়ামী লীগ সরকার ভয় পেয়েছে। তারা বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন শুরু করেছে। জাতীয়তাবাদে বিশ্বাসী নেতা-কর্মী সমর্থকদের আর ঘরে বসে থাকলে চলবে না। কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অফিস কক্ষসহ সব কিছু তছনছের পাশাপাশি কেন্দ্রীয় নেতাসহ কয়েকশত নেতা-কর্মী গ্রেফতারের মাধ্যমে সরকার বিএনপিকে থামিয়ে দিতে চেয়েছিল। নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গতকাল দলটির এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও  সদস্যসচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কাজী গোলাম মোর্শেদ, ফরহাদ আলী দেওয়ান শাহীন, এ হাই তালুকদার ডালিম, সাইফুল ইসলাম আফতাব, আসাদুজ্জামান আসাদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর