সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পৌষেও রাজশাহীর চেয়ে রংপুরে তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি

নিজস্ব প্রতিবেদক

পৌষেও রাজশাহীর চেয়ে রংপুরে তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি

দেশের সঙ্গে উত্তরাঞ্চলের সীমানা রেখা টেনে দিয়েছে পদ্মা-যমুনা নদী। ফলে উত্তরাঞ্চলের দুই বিভাগ রংপুর-রাজশাহীসহ ১৬ জেলার আবহাওয়া প্রায় একই রকম থাকে। প্রতিবছর শীত এলে এই সময়ে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করে। এবার তার ব্যতিক্রম ঘটেছে রংপুরে। উত্তরের রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে রংপুরে তাপমাত্রা এখনো ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করছে। জানা গেছে, প্রতিবছর দেশের অন্যান্য স্থানের চেয়ে রংপুরসহ উত্তরাঞ্চলে আগে ভাগেই শীত হানা দেয়।  ডিসেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই কমে তাপমাত্রা। এক মাসের ব্যবধানে তাপমাত্রা কমে যায় ৮/১০ ডিগ্রি সেলসিয়াস। এবার ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমতে শুরু করলেও ঠিক যেমনটা কমার কথা তেমনটা কমেনি রংপুর বিভাগে। তবে উত্তরের অপর অংশ রাজশাহীতে তাপমাত্রা কমেছে চোখে পড়ার মতো। রংপুরে দিনের বেলা মোটামুটি উষ্ণই থাকে আবহাওয়া। রাতের বেলা আবার ভালোই শীত অনুভূত হয়। তবে এবার শীতের উত্তরের দুই বিভাগে দুই রকম আবহাওয়া বিরাজ করছে। রংপুর এবং রাজশাহী বিভাগের সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য দাঁড়িয়েছে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৬ ডিসেম্বর রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামলেও রংপুরের তাপমাত্রা ছিল ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর