মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্র্যাক প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

ব্র্যাক প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। আজীবন বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখায় স্যার আবেদ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অশোকা স্যার আবেদকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্যার আবেদ ২০১০ সালে ব্রিটেনের রানি প্রদত্ত নাইটহুড মর্যাদা লাভ করেন। ২০১০ সালে জাতিসংঘ মহাসচিব স্বল্পোন্নত দেশের উন্নয়নের লক্ষ্যে প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শদাতা দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। স্যার ফজলে হাসান আবেদের স্বপ্ন এবং দর্শনের পথ ধরে বিকশিত ব্র্যাক আজ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১০টি দেশে কাজ করছে।

২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিন স্যার আবেদ বিশ্বের শীর্ষ প্রভাবশালী ৫০ ব্যক্তিত্বের অন্যতম হিসেবে উল্লিখিত হন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর