শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনি : ড. মঈন খান

মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনি : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এ সরকার বিএনপির ১ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে পঁয়ত্রিশ লাখ মামলা দিয়েছে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। প্রতিহিংসার রাজনীতি করে আওয়ামী লীগ। জেলা বিএনপি আয়োজিত গতকাল গিলন্ড মুন্নু সিটিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।

ড. মঈন বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করেন।

তারা কি দেখাতে পারবেন সম্মুখযুদ্ধে কারা যুদ্ধ করেছেন? তাদের মধ্যে কয়জন বীরপ্রতীক, বীরউত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর