সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফারদিন হত্যা মামলায় জামিন বুশরার

আদালত প্রতিবেদক

ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি আমাতুল্লাহ বুশরাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৭ এর বিচারক তেহসিন ইফতেখার এ আদেশ দেন। এর আগে আয়াতুল্লাহ বুশরার জামিনের পক্ষে বৃহস্পতিবার যুক্তি তুলে ধরে তাঁর আইনজীবীরা শুনানি করেন। বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে গতকাল আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানাও শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন এবং বুশরার জামিনে আপত্তি জানান। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর হাকিম আদালতের খারিজ আদেশের পর জজ আদালতে জামিন আবেদন করেন বুশরা। গত ১৬ নভেম্বর বুশরার ৫ দিনের রিমান্ড শেষ হওয়ার পর জামিন আবেদন খারিজ হলে তাকে কারাগারে পাঠানো হয়। গত ১০ নভেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী বুশরাকে রাজধানীর বনশ্রী থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ৩ দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়,  ফারদিনের বন্ধু বুশরা ও অজ্ঞাত এক আসামি তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। বুশরা ও ফারদিন গত ৪ বছর ধরে পরিচিত ছিলেন।

সর্বশেষ খবর