সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃষি উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কৃষি উৎপাদনকে বাংলাদেশ ব্যাংক এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ জন্য কৃষি খাতে ঋণ বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে তহবিল আরও বাড়ানো হবে। খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর আগে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। গ্রাহকরা এ তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। গতকাল বাংলাদেশ ব্যাংকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য ৫০টি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, কৃষি ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন।

সর্বশেষ খবর