মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিএনপির গণঅবস্থান কর্মসূচি

অনুমতি মেলেনি, বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান

নিজস্ব প্রতিদেক, খুলনা

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ১১ জানুয়ারি খুলনায় গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। গণঅবস্থান পালনের অনুমতি চেয়ে এরই মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদনও করেছে দলটি। তবে এখনো পর্যন্ত পুলিশের অনুমতি মেলেনি। এদিকে গণঅবস্থান কর্মসূচি বানচাল করতে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র নেতারা। গতকাল খুলনায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ অভিযোগ করেন। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, ১১ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এজন্য ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর অথবা দলীয় কার্যালয় চত্বর ব্যবহারের অনুমতি চেয়ে কেএমপিতে আবেদন করা হয়েছে। কিন্তু কর্মসূচির অনুমতি না দিয়ে কর্মসূচি বানচাল করতে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। তারা বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। গ্রেফতার এড়াতে হাজার হাজার নেতা-কর্মী বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর