শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে রংপুরে গতকাল মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রংপুর প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান, সাংবাদিক নেতারা। মানববন্ধনে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয়। রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক আবদুস সাহেদ মন্টু, দৈনিক পরিবেশের প্রকাশক ও সম্পাদক এ কে এম ফজলুল হক, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ।

উল্লেখ, ২০২১-২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে দুটি মসজিদের নামে বরাদ্দ টাকার একটি বড় অংশ আত্মসাতের অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে। ওই খবর প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর