শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে

সংসদে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এমপিরা বলেছেন, বিএনপি কতিপয় দল দিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করছে। তারা পেছনের পথ দিয়ে, অসাংবিধানিক পথ দিয়ে নির্বাচনে জেতার পাঁয়তারা করছে। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা দলীয় কর্মীদের ধ্বংসাত্মক ও দেশবিরোধী বক্তব্য দিয়ে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের অত্যাচার ও দুর্নীতির কথা ভোলেনি। তাদের কর্মকান্ডের বিষয়ে সতর্ক থাকার জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনে গতকালের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন, জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী, ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান, সরকারি দল আওয়ামী লীগের সদস্য অসীম কুমার উকিল, আমিরুল ইসলাম মিলন, অ্যারোমা দত্ত, মোহম্মদ শহিদুজ্জামান, শামসুর নাহার, শহিদুল ইসলাম বকুল, জোহরা আলাউদ্দিন,  তাহমিনা বেগম এবং বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন। সরকারি দলের এমপিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা নির্বাচনী বছর হিসেবে দ্রুত সংসদীয় এলাকায় ছোট ছোট প্রকল্প নেওয়ার দাবি জানান, যাতে জনগণ উন্নয়নের আরও সুফল পায়। এছাড়া তারা আরও বলেন, ভোটের আগে এমন নির্বাচনী মেনিফেস্ট দিতে হবে, যাতে জনগণের মনে দাগ পড়ে, তারা যেন মনে করতে পারে আওয়ামী লীগ সরকারই পারে একমাত্র দেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে।

সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নকে বিশ্বের বিস্ময় ও সাহসী কাজ উল্লেখ করে সংসদ সদস্যরা বলেন, এদেশে নদীর নিচে দিয়ে টানেল হবে, বাস চলবে, মেট্রোরেল চলবে- তা কে কবে ভেবেছিল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভাবেননি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্ববাসীর কাছে বিস্ময়, অনুকরণীয় দেশ। আমরা আশা করছি সব ষড়যন্ত্র নস্যাৎ করে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হবে। শেখ হাসিনা দেশকে উন্নত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবে রূপ দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর