শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দাম বেড়েছে ডিম আদা রসুন সবজির

নিজস্ব প্রতিবেদক

দাম বেড়েছে ডিম আদা রসুন সবজির

আবারও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দামও বেড়েছে। ঘন কুয়াশায় সবজি পরিবহনে সমস্যার কারণে শীতের সবজির দর বেড়েছে রাজধানীতে। ভরা মৌসুম হলেও গত কয়েকদিনে কেজিতে সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। চাল, ডালসহ অন্যান্য নিত্যপণ্য ক্রেতাদের কিনতে হচ্ছে উচ্চমূল্যে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ফার্মের ডিম ১৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও ডিমের দাম ১১৫-১২০ টাকা ডজন ছিল। কিছু এলাকার বাজারে ১২৫ টাকায়ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে। হালি নেওয়া হচ্ছে ৪২ টাকা। দেশি মুরগি ও হাঁসের ডিমের দামও বেড়েছে। প্রতি হালি হাঁসের ডিম এখন ৭৫ টাকা। যা গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেশি। একইভাবে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে আদা-রসুনের দামও। প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়। যা ১২০-১৪০ টাকার মধ্যে ছিল। এ ছাড়া ৮০-১০০ টাকার মধ্যে থাকা রসুনের দাম এখন ১২০-১৫০ টাকায় উঠেছে। রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, নিউমার্কেট কাঁচাবাজার, কাঁঠালবাগান, শান্তিনগর বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দু-তিন দিনের ব্যবধানে নতুন করে সবজির দাম বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি বেগুন ৬০-৮০ টাকা, শিম ও টমেটো ৫০-৬০ টাকা, করলা ১০০-১২০ টাকা, গাজর ও শসা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙে, ধুন্দল ও চিচিঙ্গার কেজিপ্রতি দাম রাখা হচ্ছে ৭০-৮০ টাকা। গত সপ্তাহেও এসব সবজির কেজি ৫০-৬০ টাকার মধ্যে ছিল। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি কিনতে হচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। এক কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকায়। নতুন আলুর দাম পড়ছে ২০-৩০ টাকা কেজি। মাছের বাজারে দেখা গেছে, কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে পাঙাশ, তেলাপিয়া ও রুই মাছের দাম। তেলাপিয়া ও পাঙাশের কেজি ১৮০-২০০ টাকা নিচে মিলছে না। রুই মাছের দাম মানভেদে ২৫০-৪০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা ও সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা কেজিতে। গরুর মাংস ৬৮০-৭০০ ও খাসির মাংস মানভেদে ৯০০-১০০০ টাকা কেজি। অন্যদিকে দুই সপ্তাহ আগে চালের দাম কিছুটা কমতির দিকে ছিল। তখন ২-৩ টাকা কমেছিল দাম। সেই চালের দাম এখন আবার বাড়তির দিকে। বিক্রেতারা জানিয়েছেন, এখন বাজারে গুটি স্বর্ণা জাতের চালের কেজি ৪৮-৫২ টাকা। পাইজাম ও বিআর-২৮ জাতের মাঝারি আকারের চালের কেজি কেনা যাবে ৫৮-৬০ টাকা দরে। চিকন বা মিনিকেট চালের দামও কমেনি। এ মানের চাল এখনো ৭২-৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে চিনির দাম এখনো বেশি।

১১৫-১২০ টাকা কেজির নিচে চিনি পাওয়া যাচ্ছে না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর