সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প দ্রুত শেষ করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রকল্পটির নির্মাণকাজের মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও সুপারিশ করা হয়। এ ছাড়া সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আলশামস, মুজাহিদ বাহিনী, পিস কমিটি ও পাকিস্তান সরকারের উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত, মনোনীত এমএনএ ও এমপিদের প্রাপ্ত তালিকা প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে ১০ নম্বর সংসদীয় সাব-কমিটিকে দিক-নির্দেশনা দেওয়া হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং এ বি তাজুল ইসলাম বৈঠকে অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দফতর ও সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর