বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টঙ্গীতে আসামি ধরতে ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে আসামি ধরতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে। টঙ্গীর মরকুন এলাকায় একটি দোকানে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনার তদন্ত পুলিশ কর্মকর্তা এসআই ইয়াছিন আরাফাত অভিযুক্ত জাকির, জামাল ও রিফাতকে ধরতে গিয়ে প্রথম ২০ হাজার টাকা দাবি করেন। পরে পুলিশ ১০ হাজার টাকা নিয়ে পাঁচ দিন পার হলেও আসামি ধরার নামে সময়ক্ষেপণ করছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী সোলায়মান বলেন, ২০০৫ সালে মরকুন কবরস্থান গেট এলাকায় একখ  জমির বায়না করি। জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য দীর্ঘ সময়ে দেন-দরবার করলেও জমির মালিক নানা অজুহাতে বুঝিয়ে দেননি। এ অবস্থায় বায়না সূত্রে জমির মালিক হয়ে ওই স্থানে দোকান নির্মাণ করে ১৭ বছর ধরে ভোগ দখলে ছিল। সম্প্রতি আবারও ওই জমির রেজিস্ট্রি চাইলে বর্তমান মালিক আবদুর রহমান ক্ষিপ্ত হয়ে তার ছেলে জাকিরের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে গত শুক্রবার বিকালে প্রকাশ্যে হামলা চালায়। এ সময় আমরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা কামনা করি। এ ঘটনায় আমি বাদী হয়ে জাকির, জামালসহ আটজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই ইয়াছিন আরাফাত আসামি না ধরে উল্টো আমাদের হয়রানি করছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে এসআই ইয়াছিন আরাফাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর