মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজারে সূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৩৪ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪০টির। আর ১৭৫টির দাম অপরবর্তিত রয়েছে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইয়ে লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৬২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৯২ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৮৩ কোটি ১৩ লাখ টাকা। ডিএসইয়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ টাকা ১০ পয়সা কমে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৯৭ টাকা। দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের ১৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮ কোটি ৫৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির এবং ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর