শিরোনাম
মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সোনা চোরাচালান মামলায় বিমানবালার ১০ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর থানার সোনা চোরাচালান মামলায় রোকেয়া শেখ মৌসুমী নামে এক বিমানবালাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগের প্রমাণ না পাওয়ায় এ মামলার অন্য তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামি বিমানবালা মৌসুমী আদালতে হাজির ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গ্রেফতার হন বিমানবালা রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যার ওজন সব মিলিয়ে সাড়ে ৯ কেজি। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর