বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পুলিশের অতিরিক্ত আইজি হলেন চার ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন। তারা হলেন- পুলিশ সদর দফতরের ডিআইজি জামিল আহমদ ও ওয়াইএম বেলালুর রহমান, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হওয়া চার কর্মকর্তার পদোন্নতির আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। এদিকে পৃথক প্রজ্ঞাপনে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) ও বিশেষ শাখা পদের বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের গ্রেড-১ পদে পদোন্নতি করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর