বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরা

নিজস্ব প্রতিবেদক

জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম শামীম শেখ (৪২)। তিনি দীর্ঘ ১৭ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। গতকাল র‌্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নড়াইলের নড়াগাতী উপজেলায় তর্কবিতর্কের জেরে নৃশংসভাবে কুপিয়ে বন্ধু রাজুকে হত্যার মামলায় মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে শামীমকে গ্রেফতার করা হয়। ২০০৫ সালে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন শামীম শেখ। জমি এবং বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্কবিতর্কের একপর্যায়ে শামীমকে আঘাত করেন রাজু। পরে শামীম সুস্থ হয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী সুযোগ খুঁজতে থাকেন। সুযোগ বুঝে শামীম ও তার ছয় সহযোগী মিলে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নড়াগাতী থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার আসামি শামীম শেখ এবং তার ছয় সহযোগীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে একে গ্রেফতার করে।

হত্যা মামলায় গ্রেফতার হওয়ার তিন মাস পর শামীম জামিনে মুক্তি পান। এর পর থেকেই তিনি পালিয়ে ছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাইয়ে আদালত এ মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর