শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তিন দিনব্যাপী ঢাকা মোটর ফেস্ট শেষ হবে আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ঢাকা মোটর ফেস্ট শেষ হবে আজ। আইসিসিবি হল-৫ ও এক্সপো জোনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এই আয়োজন। বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলায় মোটরগাড়ি, বাইক ও মোটর এক্সেসরিজের প্রদর্শনীর পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারছেন বাইক স্ট্যান্ড শো, টেস্ট ড্রাইভ, লাইভ কনসার্ট, ড্রাইভিং মুভি প্রদর্শন, লাইভ মিউজিকসহ আরও অনেক কিছু। মেলার এন্টারটেইনমেন্ট পার্টনার বিডি কিটজ (BDKITZ), বিডিআরসি ও অনলাইন পার্টনার হিসেবে রয়েছে বাইক বিডি। বাইকার ও গাড়িপ্রেমীদের জন্য মেলায় রয়েছে বিশেষ চমক ও বিনোদনের ব্যবস্থা।

গতকাল আইসিসিবির হল-৫ এ গিয়ে দেখা যায়, চোখ ধাঁধানো দেশি বিদেশি বিভিন্ন মোটরবাইক, এক্সেসরিজের সমাহার। ইউনাইটেড বাইক স্টেশনের ম্যানেজার সালাহউদ্দিন সেলিম জানান, ইয়ামাহা, সুজুকি, হোন্ডা ব্র্যান্ডের সব আকর্ষণীয় বাইক প্রদর্শনীতে রয়েছে। দর্শক ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এ স্টলে। এ ছাড়াও রবি ট্র্যাকার, কার বিউটিসহ বিভিন্ন স্টলেও ছিল ক্রেতা সমাগম। এক্সপো জোনে দেখা গেল, বাইক স্ট্যান্ড ও লাইভ মিউজিকে মেতেছেন দর্শনার্থীরা। উইজার্ড শোবিজ এর আগে চট্টগ্রামে পাঁচবার মোটর ফেস্ট আয়োজন করলেও ঢাকায় প্রথমবারের মতো এ আয়োজন করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর