শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাবনা ক্যাডেট কলেজ পুনর্মিলনীতে সেনাপ্রধান

পাবনা প্রতিনিধি

পাবনা ক্যাডেট কলেজ পুনর্মিলনীতে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল পাবনা ক্যাডেট কলেজের পুনর্মিলনীতে অংশ নিতে গিয়ে ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন -আইএসপিআর

পাবনা ক্যাডেট কলেজে শুরু হয়েছে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এ পুনর্মিলনীর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তাঁকে প্যারেড ও কুচকাওয়াজের মাধ্যমে সালাম ও অভিনন্দন জানান প্রাক্তন ক্যাডেটরা। পরে ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর পাবনা ক্যাডেট কলেজে ক্যাডেটদের জন্য নবনির্মিত তিনটি হাউসের শুভ উদ্বোধন করেন। পরে বৃক্ষরোপণ ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। এ সময় উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল নজরুল ইসলাম, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার খালেদ আল মামুন, এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফকরুল আহসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর