মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রংপুর বিভাগে ৪৬১৯ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই

নজরুল মৃধা, রংপুর

রংপুর বিভাগের প্রায় ৫০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। স্বাধীনতার অর্ধশতক বছর পেরিয়ে গেলেও এসব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এ কারণে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কয়েক কিলোমিটার দূরেও যেতে হয়। রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এ বিভাগের ৮ জেলায় ৯ হাজার ৫৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শহীদ মিনার আছে ৪ হাজার ৯২৫টিতে। বাকি ৪ হাজার ৬১৯টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই। রংপুর জেলায় ১ হাজার ৪৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৩৫টিতে শহীদ মিনার রয়েছে, নেই ৬২৩টিতে। কুড়িগ্রামে ১ হাজার ২৪০টির মধ্যে রয়েছে ২১৬টিতে, নেই ১ হাজার ২৪টিতে। পঞ্চগড়ে ৬৬৩টির মধ্যে রয়েছে মাত্র ১২৩টিতে, নেই ৫৫৪টিতে। গাইবান্ধায় ১ হাজার ৪৬৫টির মধ্যে রয়েছে ২৫৪টিতে, নেই ১ হাজার ২১০টি বিদ্যালয়ে। ঠাকুরগাঁওয়ে ৯৯২টির মধ্যে ৩৫৪টিতে রয়েছে, নেই ৬৩০টিতে। দিনাজপুরে ১ হাজার ৮৭০টি বিদ্যালয়ের মধ্যে ১ হাজার ৮৬৪টিতে রয়েছে, নেই ৬টি বিদ্যালয়ে। নীলফামারীতে ১ হাজার ৮৫টির মধ্যে রয়েছে ৮৩২টিতে, নেই ২৫৩টিতে। লালমনিরহাটে ৬৬৮টির মধ্যে রয়েছে ৪৪৭টিতে, নেই ২২১টিতে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই তারা বাঁশ, কাগজ দিয়ে অস্থায়ী শহীদ নির্মাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। আবার কেউ কেউ কয়েক কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। রংপুর নগরীর মাহিগঞ্জ, শালবন এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষকরা বলেছেন, বিদ্যালয়গুলোতে সরকারিভাবে শহীদ মিনার নির্মাণে বরাদ্দ দেওয়া হয়নি। কোনো ব্যক্তিও এগিয়ে আসেন না। অনেক বিদ্যালয়ে জায়গার স্বল্পতা রয়েছে।

রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের তালিকা করে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর